বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলেছি যে, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই আমরা। অব্যাহতভাবে এটাই আমাদের পলিসি। বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের যোগাযোগের ক্ষেত্রে অব্যাহতভাবে এটাই থাকবে। তার কাছে একজন সাংবাদিক সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী বার্ষিক রিপোর্টের দিকে দৃষ্টিপাত করেন। বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ সক্রিয়ভাবে উগ্রপন্থিদের বিরুদ্ধে লড়াই করছে। এতে দেশে সন্ত্রাসী ঘটনা কমে এসেছে। তবে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতাকে উগ্রপন্থি গ্রুপগুলোর পুনরুত্থানের বড় রকমের একটি উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে আপনার মতামত কি? এক্ষেত্রে সহায়তায় আপনাদের কি কোনো পরিকল্পনা আছে? এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার ওই মন্তব্য করেন।
বাংলাদেশে অবাধ,সুষ্ট এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র
Facebook Comments