বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বস। এই তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩৯তম স্থানে রাখা হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত ফোর্বসের বার্ষিক তালিকায় বিভিন্ন বয়সী ১০০ নারীর নাম এসেছে।

টানা দশমবারের মতো তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেল। আর টানা দ্বিতীয়বারের মতো দ্বিতীয় অবস্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্দ।

আর তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কমলা হ্যারিস।

এবারও তালিকায় চতুর্থ স্থানে আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন। আর পঞ্চম স্থানে রয়েছেন মেলিন্ডা গেটস।

এছাড়াও মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পোলেসি সপ্তম স্থানে, মিডিয়া ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে ২০তম স্থানে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্দার্ন ৩২তম স্থানে, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ৪১তম এবং ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ ৪৬তম স্থানে রয়েছেন।

error: