বৃটেনে একটি কানের দুল ও ঘড়ি বিক্রি ১ লাখ ৫৫ হাজার পাউন্ডে

এক জোড়া কানের দুল ও পাটেক ফিলিপ ঘড়ির জন্য এক লাখ ৫৫ হাজার পাউন্ড পেয়ে আশ্চর্য বনে গেছেন এক নারী। তার ধারণা ছিল এগুলো বিক্রি করে তিনি মাত্র ১৭ হাজার পাউন্ড পাবেন। ৫২ বছর বয়সী ফ্রান সাওয়ের থাকেন বৃটেনের ব্যাসিংস্টোকে। স¤প্রতি আইটিভির ‘মিলিয়ন পাউন্ড পন’ অনুষ্ঠানের একটি পর্বে দেখা যায় তাকে। ফ্রান সাওয়ের গিয়েছিলেন লন্ডনের রোড জুয়েলার্স এন্ড পনব্রোকার্সে। এর মালিক ড্যান হেটফিল্ডকে তিনি জানান, তার কানের দুল ও ঘড়ি বিক্রি করতে চান তিনি। তার ছেলের চিকিৎসার জন্য তিনি এই অর্থ ব্যয় করবেন বলে জানান। এসময় তিনি তার ঘড়ি ও দুলের জন্য দাম হাঁকেন ১৭ হাজার পাউন্ড।তবে ড্যান হেটফিল্ড তাকে ঘড়ির জন্য দেন ৮৫ হাজার পাউন্ড এবং দুলের জন্য ৭০ হাজার পাউন্ড। এতে পুরো তাজ্জব বনে গেছেন ফ্রান সাওয়ের।

এক জোড়া কানের দুল ও পাটেক ফিলিপ ঘড়ির জন্য এক লাখ ৫৫ হাজার পাউন্ড পেয়ে আশ্চর্য বনে গেছেন এক নারী। তার ধারণা ছিল এগুলো বিক্রি করে তিনি মাত্র ১৭ হাজার পাউন্ড পাবেন। ৫২ বছর বয়সী ফ্রান সাওয়ের থাকেন বৃটেনের ব্যাসিংস্টোকে। স¤প্রতি আইটিভির ‘মিলিয়ন পাউন্ড পন’ অনুষ্ঠানের একটি পর্বে দেখা যায় তাকে। ফ্রান সাওয়ের গিয়েছিলেন লন্ডনের রোড জুয়েলার্স এন্ড পনব্রোকার্সে। এর মালিক ড্যান হেটফিল্ডকে তিনি জানান, তার কানের দুল ও ঘড়ি বিক্রি করতে চান তিনি। তার ছেলের চিকিৎসার জন্য তিনি এই অর্থ ব্যয় করবেন বলে জানান। এসময় তিনি তার ঘড়ি ও দুলের জন্য দাম হাঁকেন ১৭ হাজার পাউন্ড।তবে ড্যান হেটফিল্ড তাকে ঘড়ির জন্য দেন ৮৫ হাজার পাউন্ড এবং দুলের জন্য ৭০ হাজার পাউন্ড। এতে পুরো তাজ্জব বনে গেছেন ফ্রান সাওয়ের।

error: