মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলা, নিহত ২০

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় এক পর্যবেক্ষণকারী সংস্থা জানায়।

মঙ্গলবার এক বিবৃতিতে দ্যা অ্যাসিটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস নামের এই পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়, দেশজুড়ে বিক্ষোভ দমন করতে গিয়ে টিয়ার গ্যাস, রাবার বুলেটের পাশাপাশি তাজা গুলিও ব্যবহার করেছে নিরাপত্তা বাহিনী।

বিবৃতিতে বলা হয়, সোমবারের হতাহতের বেশিরভাগই বিক্ষোভকারী হলেও এমন কিছু সাধারণ মানুষ রয়েছেন যাদের ‘বিক্ষোভে কোনো অংশই ছিল না।’

মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটলেও বৃহত্তম শহর ইয়াঙ্গুনে তিনজন নিহত হয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত দেশটিতে ১৮০ জনের বেশি লোক নিহত হয়েছেন।

১ ফেব্রুয়ারি তাতমাদাও নামে পরিচিত মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে এই অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী।

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সু চিসহ বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।

সূত্র : ফ্রান্স ২৪

error: