যুক্তরাজ্যের লাল তালিকায় এবার বাংলাদেশ


করোনার ঝুঁকিপুর্ন দেশ হিসেবে এবার ব্রিটেনের লাল তালিকায় এবার যুক্ত হল বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপিন এবং কেনিয়ার নাম। আগামী ৯ এপ্রিল ৪ টার পর থেকে এসব দেশ থেকে কোনো ব্রিটিশ নাগরিক বা ব্রিটিশ ও আইরিশ পাসর্পোটধারী কেউ ইংল্যান্ডে প্রবেশ করার সাথে সাথে নিজ খরচে সরকার অনুমোদিত হোটেলে ১০ দিন সেল্ফ কোরানটাইন করতে হবে। কোরানটাইনে থাকার সময় দুটি করোনা টেস্ট করাতে হবে। টেস্টে নেগেটিভ রেজাল্ট আসলেও হোটেলে ১০ দিনের কোরানটাইন শেষ করতে হবে। লাল তালিকায় থাকলেও এসব থেকে ডাইরেক্ট ফ্লাইট বহাল থাকবে। এছাড়া বিদেশী কোনো নাগরিক এসব দেশ সফর করার ১০ দিনের ভেতরে ইংল্যান্ডে প্রবেশ করতে পারবে না।

ইংল্যান্ডে করোনা সংক্রমন কমিয়ে রাখতে করোনা ঝুকিপূর্ণ দেশগুলোর একটি তালিকা তৈরি করে রেখেছে সরকার। এই তালিকায় প্রায় ৪০টি দেশের নাম রয়েছে।

এদিকে নতুন আইন অনুযায়ী, ব্রিটেন থেকেও বিদেশ ভ্রমণ নিষিদ্ধ রয়েছে। তবে বিশেষ প্রয়োজনে সরকারের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমন করা যাবে।

error: