লাফিয়ে বাড়ছে ক্রিপ্টোকারেন্সি বাজার মূল্য

ক্রিপ্টোকারেন্সি বাজারে বইছে সুবাতাস। বাজারটির প্রধান মুদ্রা বিটকয়েনের দাম বেড়েই চলছে। গত ২ বছরের মধ্যে তা সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) গঠনের অনুমোদন দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এমনটি হলে সরাসরি না কিনে ক্রিপ্টোতে বিনিয়োগ করতে পারবেন জনগণ। ফলে চাঙা ক্রিপ্টোকারেন্সি বাজারের পালে আরও হাওয়া লেগেছে।

এ প্রেক্ষাপটে আলোচ্য কার্যদিবসে ক্রিপ্টো মার্কেটের মূল মুদ্রা বিটকয়েনের মূল্য ৬৫ হাজার ডলার ছাড়িয়ে গেছে। প্রতিটির দাম স্থির হয়েছে ৬৫ হাজার ৩২৮ ডলারে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের পরিসংখ্যান অনুয়ায়ী, ২০২১ সালের শেষদিকের পর যা সবচেয়ে বেশি। শুধু গত ২২ জানুয়ারির ভার্চুয়াল কারেন্সিটির মূল্য বৃদ্ধি পেয়েছে ২২ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে বিটকয়েনের দাম আরও বাড়তে পারে। কপার টেকনোলজিসের বিশ্লেষক ফাদি আবৌআলফা বলেন, উৎসাহী ক্রেতারা আরও আগ্রহী ক্রেতাদের বাজারে নিয়ে আসেন। ফলে যেকোনো পণ্যের দর অধিক বেড়ে যায়। বিটকয়েনের ক্ষেত্রে এটিই ঘটছে।

তিনি বলেন, বিগত কয়েক সপ্তাহে একাধিক সবুজ সংকেত পেয়েছে ক্রিপ্টোকারেন্সি বাজার। তাতে অনলাইন মুদ্রার মার্কেট মোমেন্টাম পেয়েছে। ফলে ক্রিপ্টোর দাম আরও বাড়তে পারে। গত সপ্তাহে ডিজিটাল কারেন্সির দর ঊর্ধ্বমুখী হয়েছে ১০ শতাংশ। এ ধারা অব্যাহত থাকলে বিটকয়েনের দামে আরও ঊর্ধ্বমুখিতা তৈরি হবে।

সূত্রঃ রয়টার্স

error: