শাহ ফারুক আহমদের কবিতা গ্রন্থ ‘অন্তরা’ ও প্রবন্ধ সংকলন ‘চিন্তার কথা ভাবনার কথা’ বইয়ের মোড়ক উম্মোচন

টেমসসুরমা: গত ১০ অক্টোবর সন্ধ্যা ৬টায় ইষ্ট লন্ডনের কবি নজরুল সেন্টারে বিশিষ্ট কমিনিউটি ব্যাক্তিত্ব ও রাজনীতিবিদ মোহাম্মদ হরমুজ আলীর সভাপতিত্বে ও আলীমুজ্জামানের সঞ্চালনায়, এ্যাডভোকেট শাহ ফারুক আহমদের লিখা কবিতা গ্রন্থ ‘অন্তরা’ ও প্রবন্ধ সংকলন ‘চিন্তার কথা ভাবনার কথা বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- টাওয়ার হেমলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলর আহবাব হোসেন, বিশেষ অতিথি ছিলেন- লন্ডনস্ত বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর ফর পলিটিকাল এফেয়ারস দেওয়ান মাহমুদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ, ফয়জুল ইসলাম লস্কর, সিরাজ উদ্দিন ফরহাদ।

এ্যাডভোকেট শাহ ফারুক আহমদের লিখা কবিতা গ্রন্থ ‘অন্তরা’ ও প্রবন্ধ সংকলন ‘চিন্তার কথা ভাবনার কথা’র উপর আলোচনা করেন- কবি ও লেখক মুজিবুল হক মনি ও লেখক, সাংবাদিক কবি হামিদ মোহাম্মদ। 

বইয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা ও কবিতা আবৃত্তি করেন- লেখক গবেষক সাংবাদিক মতিয়ার চৌধুরী, কবি ও ছড়াকার দিলু নাসির, কবি ও রাজনিতিবিদ শাহ শামিম আহমেদ ও মোস্তফা কামাল মিলন। 

শুভেচ্ছা বক্তব্য দেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, আলতাফুর রহমান চৌধুরী মিতা, আফজাল হোসেন সিদ্দেক মিয়া, এম সি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসেন, বিটি এর সাধারণ সম্পাদক বাসিত চৌধুরী  এ কে এম ইয়াহিয়া প্রমুখ।

লেখকের উপর চমৎকার স্বরচিত কবিতা আবৃত্তি করেন হাই কমিশনের কাউন্সিলর দেওয়ান মাহমুদ। 

অনুষ্ঠানে প্রচুর জন সমাগম হয়। দ্বিতীয় পবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পিরবেশন করেন গায়িকা শিল্পী।

error: