শিক্ষাবিদ গৌছুর রহমানের ইন্তেকাল

মো: গৌছুর রহমান

বিশিষ্ট শিক্ষাবিদ ব্যবসায়ী সিলেট মহানগরীর চৌখিদেখী নিবাসী মো: গৌছুর রহমান গত ২৪ শে জুন বৃহস্পতিবার বিকাল :২৫ মিনিটে নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।তিনি বিশ্বনাথ উপজেলার নতুন বাজারস্হ জমির আহমেদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,পরিবর্তীতে এর পরিচালনা কমিটির সভাপতি জামেয়া ইসলামিয়া পারকুল মাদ্রাসা এর পরিচালনা কমিটির সভাপতি দ্বায়িত্ব পালন করেছেন। ৯০ দশক থেকে মধুবন সুপার মার্কেটে সুনামের সাথে ব্যবসা মার্কেট পরিচালন কমিটির বিভিন্ন দ্বায়িত্ব পালন করে আসছিলেন।সিলেটের বিভিন্ন দ্বীনি প্রতিষ্টান স্কুলকলেজ সামাজিক রাজনৈতিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সিলেটের শিক্ষা সমাজ অগ্রগতিতে অবদান রেখেছেন।বৃহস্পতিবার বাদ এশা নগরীর চৌখিদেখী জামে মসজিদে জানাজা শেষে চৌখিদেখীস্হ হযরত নাসির উদ্দীন () এর গোরস্তানে তাকে সমাহিত করা হয়।জানাযায় নানা শ্রেনীপেশার বিপুল সংখ্যক মানুষজন উপস্থিত ছিলেন।মরহুমের বাড়ি ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ছোট ধিরারাই গ্রামে। মৃতুকালে তিনি স্ত্রী,দুই ছেলে তিন মেয়ে সহ দেশেবিদেশে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া কামনা করা হয়েছে।

গায়েবানা জানাজা অনুষ্টিত:

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালেশিয়া’র কেন্দ্রীয় জামে মসজিদ সুলতান আহমেদ শাহ মসজিদে শিক্ষাবিদ মো: গৌছুর রহমান এর গায়েবানা জানাজা অনুষ্টিত হয়েছে।গত শুক্রবার (২৫ শে জুন) জুমার নামাজ শেষে এ গায়েবানা জানাজ অনুষ্টিত হয়।এতে ইমামতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রেক্টর প্রফেসর এমেরিটাস ডেটো ’ডিজুলকিফলি আবদুল রাজ্জাক।এ সময় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী ও বিভিন্ন দেশের বিদেশী শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহন করেন।

error: