সিরিয়ায় রুশ বিমান হামলায় ২১ উগ্রবাদী নিহত

সিরিয়ার মরুভূমি এলাকায় গত ২৪ ঘণ্টায় রুশ বিমান হামলায় ইসলামিক স্টেট গ্রুপের ২১ উগ্রবাদী নিহত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, আলেপ্পো, হামা ও রাকা প্রদেশের সীমান্তে আইএস উগ্রবাদীদের লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বিমান বাহিনী অন্তত ১৩০ বার হামলা চালিয়েছে। এতে অন্তত ২১ উগ্রবাদী নিহত হয়েছে।

ব্রিটেনভিত্তিক এই সংস্থার খবরে আরো বলা হয়েছে, আইএস উগ্রবাদীরা শুক্রবার সরকার ও তার মিত্র বাহিনীকে লক্ষ্য করে একের পর এক হামলা চালায়। এতে দামেস্কপন্থী ৮ মিলিশিয়া নিহত হয়েছে। এর জের হিসেবে রাশিয়া বিমান হামলা শুরু করে। শনিবারও তা অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে আরবিতে বাদিয়া হিসেবে পরিচিত সিরিয়ার বিশাল মরুভূমি অঞ্চলে উগ্রবাদী ও রুশ সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ বেড়ে গেছে। এসব সংঘর্ষে ১৩ শ’রও বেশি সরকারি সৈন্য নিহত হয়। এছাড়া ১৪৫ জন ইরানপন্থী মিলিশিয়া ও ৭৫০ জনেরও বেশি আইএস উগ্রবাদী প্রাণ হারিয়েছে।
সূত্র : বাসস

error: