বিশ্বের ১৪টি পর্বতশৃঙ্গ আরোহন করতে চান এভারেস্টজয়ী আকি রহমান : দেড় মিলিয়ন পাউন্ড চ্যারিটি ফান্ড সংগ্রহের টার্গেট

 এবার বিশ্বের ১৪টি উচুঁ পর্বত আরোহন করতে চান এভারেস্ট জয়ী আকি রহমান। এর মাধ্যমে তহবিল সংগ্রহ…

লন্ডনে ইফতার মাহফিলের মধ্য দিয়ে জামেয়া অ্যালমনাই’র পথচলা শুরু

টেমসসুরমা রিপোর্ট: ইফতার মাহফিল ও পুনর্মিলনীর মধ্য দিয়ে শুরু হল সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ অ্যালুমনাই এসোসিয়েশন ইউকে এর পথ চলা। গত রবিবার(২৫ মার্চ) পুর্ব লন্ডনের বেথনাল গ্রীনের দেশী  লাউঞ্জে এ ইফতার মাহফিল ও পুর্নমিলনী অনুষ্টিত হয়।এতেযুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ১৯৮৬ ব্যাচ থেকে ২০১৯ ব্যাচ পর্যন্ত সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। ২০০১ ব্যাচের ছাত্র এ.এইচ. চৌধুরী জামিল এবং আহসান সাদী আল-আদিল এর পরিচালনায় অনুষ্ঠানের সূচনা হয় সাবেকছাত্র ক্বারী শরীফ উদ্দিন এর কোরাআন থেকে তেলেওয়াতের মাধ্যমে। আয়োজকদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্যরাখেন ১৯৯১ ব্যাচের সাবেক ছাত্র আমির খসরু।  রামাদান বিষয়ক বিশেষ আলোচনায় কী-নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন ৮৬ ব্যাচের সাবেক ছাত্র মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের মেম্বার সাব্বির আহমদ কাউসার, ৯৩ ব্যাচের সাবেক ছাত্র লুইসাম মসজিদের ইমাম মকসুদ ই-ইলাহি সাবির।  বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন ৯১ ব্যাচের ছাত্র ও ওয়ার্ল্ড এসেম্বলি অফ মুসলিম ইউথ (ওয়ামি) এর পরিচালক ড. রেদোয়ান আহমদ।অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন সাবেক ছাত্র আইয়ুব আলী ও এনাম আহমেদ। কবিতা আবৃত্তি করেন ৮৭ব্যাচের সাবেক ছাত্র ফয়েজ আহমেদ ফয়েজনূর। স্মৃতিচারণ করেন সাপোর্টিং কেয়ারের ১৯৯১ ব্যাচের মুহিবুস  সামাদ সবু, ২০০৭ ব্যাচের মাহি মিকদাদ এবং মোহাম্মদ বাহার।ইফতার মাহফিলে প্রায় দু’শরও উপর ছাত্র অংশগ্রহন করেন। আয়োজকদের পক্ষ থেকে আমির খসরু জানান, লন্ডন থেকে  জামেয়ার সাবেক শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও পুনর্মিলনীআয়োজনের মাধ্যমে জামেয়া অ্যালুমনাই এসোসিয়েশন এর পথচলা শুরু হল।রামাদান এর কারনে অংশ নেয়ার ইচ্ছা থাকাসত্ত্বেও অনেকে আসতে পারেননি। তবে, এ বছরের জুলাই মাসে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে বড় আকারে অনুষ্ঠান আয়োজন হবে বলে জানান তিনি।

error: