মধ্যপ্রাচ্য,ব্রিটেন,ইউরোপ,আমেরিকায় আজ রামাদান
শুরু

আজ থেকে ব্রিটেন,ইউরোপ ,আমেরিকা সহ মধ্যপ্রাচ্যে দেশগুলোত রামাদান মাসের রোজা রাখা শুরু হয়েছে ।কাল থেকে বাংলাদেশ ,ভারত,পাকিস্তানসহ বিভিন্ন দেশে রোজা রাখা শুরু হবে।ব্রিটেনে মিলিয়ন মুসলিম রামাদান কে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন। যদিও এবার ব্রিটেনের মসজিদগুলোতে করোনা ভাইরাস প্রাদুর্ভাব এর কারণে ১০ রাকাত তারাবী নামাজ আদায় করা হবে। তবে প্রতি বছরের ন্যায় কোন ইফতারের ব্যবস্হা করা হচ্ছে না মসজিদগুলোতে কভিড১৯ এর কারণে।এছাড়া রামাদান মাস জুড়ে কমিউনিটির বিভিন্ন সংগঠনের উদ্দ্যোগে যে ইফতার মাহফিলের আয়োজন করা হত তাও বন্ধ থাকবে।অনেকের সাথে কথা বলে জানা যায়, নিজ নিজ ঘরে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে রামাদান মাসের তারাবীর নামাজ,কোরআন খতমসহ নানা ইবাদত করার প্রস্তুতি নিয়েছেন তারা।

ব্রিটেনের মুসলমানরা এবার প্রায় সাড়ে ১৫ ঘন্টা রোজা পালন করবেন।

error: