সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১২৪ জন।আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৮৮ জন।
শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১২৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮২১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭০২ জন, হবিগঞ্জে ২ হাজার ২৮৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৬৪ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮৮ জন। এরমধ্যে সিলেটের ১৫৭ জন, মৌলভীবাজারের ২৩ জন, সুনামগঞ্জে ৮ জন, আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ১২৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ৬৯৮ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৮৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৬ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন করোনা আক্রান্ত রোগী। সবমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৭৪ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ৪ জন।
সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২১ জনে।
করোনায় আজও ২ জনের মৃত্যু সিলেটে
Facebook Comments