হাসপাতালে জায়গা নেই। মৃতদের জায়গা নেই মর্গে। লাশভর্তি এম্বুলেন্স থেকে রাস্তায় ছিটকে পড়ছে লাশ। করোনা রোগীরা হাসপাতালে একটি বেড পেতে হন্যে হয়ে ছুটছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। কিন্তু কোথাও মিলছে না বেড। ভর্তি হওয়া রোগীরা কখন মারা যাচ্ছেন- তা জানতে পারছেন না আত্মীয়স্বজনরা। অনেক হাসপাতালের বাইরে বিক্ষোভ করছেন তারা। অক্সিজেন সংকটে ভয়াবহ রূপ ধারণ করেছে ভারত, বিশেষ করে রাজধানী নয়াদিল্লি, নয়ডা, মুম্বই ও আহমেদাবাদ। মৃতদেহের সৎকার করতে যে কাঠের প্রয়োজন শ্মশানে তার সংকট পড়েছে। ফলে রাস্তার, এমনকি পার্কের গাছ কেটে সেখানে নেয়া হয়েছে বা হচ্ছে। অস্থায়ীভাবে শ্মশান বানিয়ে সেখানে গণহারে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হচ্ছে। জ্বলন্ত চিতার পাশে আরো লাশ নিয়ে নামিয়ে রাখা হয়েছে। সারাবিশ্বের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়েছে ভারত। সোমবার জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। সব মিলিয়ে এক মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ভারতে। চরম এক সংকটময় পরিস্থিতি ভারতে। মানুষ রুদ্ধশ্বাসে একটি অক্সিজেন সিলিন্ডারের জন্য ছুটছে। কালোবাজারে একটি সিলিন্ডার বিক্রি হচ্ছে কমপক্ষে ৫০ হাজার রুপিতে। করোনা চিকিৎসার অতি প্রয়োজনীয় ওষুধ রেমডেসিভির দেখা দিয়েছে চরম সংকট। যে অবস্থা ভারতে বিরাজ করছে এখন তা ভাষায় বর্ণনা করে বোঝানোর নয়। এনডিটিভিতে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি এম্বুলেন্সে লাশভর্তি। তা নিয়ে যাওয়া হচ্ছিল কোনো অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের স্থানে বা শ্মশানে। এম্বুলেন্সটি একটি মোড় ঘুরতেই বামদিকে ছিটকে পড়ে একটি লাশ। পাশেই দাঁড়ানো মোটরসাইকেল। দু’একজন মানুষ। লাশ ছিটকে পড়তেই থেমে যায় এম্বুলেন্স। পেছন থেকে ছুটে আসে আরেকটি মোটরসাইকেল। এরপরের ঘটনা কি তা বোঝা যায়নি। তবে কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে, এম্বুলেন্সভর্তি এসব লাশই তার সাক্ষ্য বহন করে। অনেকে বলেছেন, সরকারিভাবে যে পরিমাণ মানুষ মারা যাওয়ার কথা বলা হচ্ছে, আসলে মারা যাচ্ছে তার কয়েকগুণ।
এ নিয়ে বিশ্ব মিডিয়ায় ফলাও করে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, মর্গ খালি নেই। হাসপাতালে বেড নেই। এম্বুলেন্স থেকে ছিটকে পড়ছে লাশ। শ্মশানে লাশ দাহ করার জন্য মজুত কাঠ ফুরিয়ে গেছে। ফলে লাশ দাহ করার জন্য রাস্তা বা পার্কের গাছ কাটার অনুরোধ জানানো হয়েছে কর্তৃপক্ষের কাছে। অনেক শ্মশান লাশে সয়লাব। তারা আর দাহ করার সামর্থ্য রাখে না। ফলে তাদের অক্ষমতার কথা জানিয়ে দিয়েছে। ওদিকে জীবন রক্ষাকারী অক্সিজেনের সংকট দেখা দিয়েছে সর্বত্র। এরই মধ্যে বৃটেন, জার্মানি এবং যুক্তরাষ্ট্র মেডিকেল সরঞ্জাম পাঠিয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বলা হচ্ছে- ভারতে স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে। সোমবার টানা পঞ্চম দিনের মতো সারাবিশ্বে একদিনে সংক্রমণের বিশ্বরেকর্ড করেছে ভারত। এদিন মারা গেছেন ২৮১২ জন। এর আগের দিন রোববার সব নাগরিককে টিকা নিতে এবং সতর্কতা বজায় রেখে চলার অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিকিৎসক এবং হাসপাতালগুলো তাদের অক্ষমতার কথা নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তারা বলেছেন, যে পরিমাণ রোগী যাচ্ছেন হাসপাতালে তা সামাল দিতে অক্ষম তারা। অনেক হাসপাতালে নোটিশ দিয়ে জানিয়ে দেয়া হয়েছে, অক্সিজেন সংকটের জন্য তারা আর রোগী নিতে পারছে না। দিল্লি, মুম্বই, আহমেদাবাদের আইসিইউ বেড রোগীতে পূর্ণ। সেখানে নতুন রোগী গেলেই তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে। ফলে আক্রান্তের স্বজনরা হাসপাতালে থেকে হাসপাতালে ছুটছেন একটি বেডের জন্য। এটা করতে করতে অনেক সময় রাস্তায়, ফুটপাথেই মারা যাচ্ছেন প্রিয়জন।
করোনায় দিশেহারা ভারত
Facebook Comments