টেমসসুরমা ডেক্স : যদি কোনো ব্যবহারকারী সাইডলোডিং অ্যাপ (যেসব ফিচার আইফোনে নেই) ব্যবহার করতে চান তাহলে তার আইফোন না কিনে অ্যান্ড্রয়েড ফোন কেনা উচিত বলে মন্তব্য করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক।
দ্য নিউ ইয়র্ক টাইমস “ডিলবুক” সামিটে বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেন কুক। তার এ মন্তব্যে বিস্মিত হয়েছেন অনেকেই। অবশ্য কুকের এ মন্তব্য করার কারণও রয়েছে।
আইফোনে সাইডলোডিং অ্যাপ ব্যবহার করা যায় না। অপরদিকে, গুগলের প্লে-স্টোর ব্যবহার করা যেমন সহজ তেমনি ব্যবহারকারীদের খুব একটা কড়া নিয়ম মানার দরকার হয় না। তাই অ্যাপল এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে।
কুকের মতে, আইফোন তৈরির সময় এর প্রাইভেসির ওপরই বেশি গুরুত্ব দেয়া হয়। তাই এটি সাইডলোডিং অ্যাপ ব্যবহার করার অনুমতি দেয় না।
Facebook Comments