বছরখানেক আগে বাজারে এসেই ক্রেতাদের মনোযোগ কেড়েছিল দক্ষিণ কোরিয়ার অটোমেকার কিয়ার ‘ইভি নাইন’। বিদ্যুচ্চালিত স্পোর্টস ইউটিলিটি ভেহিকলটি এবার যুক্তরাজ্যে বর্ষসেরা গাড়ির খেতাব পেল। সম্প্রতি ৩০ সদস্যের একটি বিচারক প্যানেল এ রায় দেন। বিচার কাজে যুক্ত ছিলেন টপ গিয়ার ও অটোকারের মতো প্রকাশনার সঙ্গে যুক্ত সাংবাদিকরা।
২০২১ সালের নভেম্বরে প্রথমবার ইভি নাইনের নকশা প্রকাশ্যে আনে কিয়া। এরপর ২০২৩ সালের ১৪ মার্চ আসে বাজারে। সাত সিটের এই ইভির এক চার্জে সর্বোচ্চ ড্রাইভিং সীমা ৪৮৯ কিলোমিটার। অল-ইলেকট্রিক থ্রি-রো মিডসাইজের এ গাড়ির প্রারম্ভিক দাম ৫৪ হাজার ৯০০ ডলার। ২০২৩ সালে কিয়া ইভি নাইন বিভিন্ন বাজারে দারুণ সাড়া পায়। এর মধ্যে সর্বোচ্চ বিক্রি হয় দক্ষিণ কোরিয়ায়, ৮ হাজার ৫২ ইউনিট। ইউরোপে বিক্রি হয় ২ হাজার ৮৬৫ ইউনিট।
Facebook Comments