নিরঙ্কুশ ব্যবধানে রেকর্ড তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র সাদিক খান

লন্ডনের মেয়র হিসেবে রের্কড টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সাদিক খান।পাকিস্তানি বংশোদ্ভূত লেবার পার্টির প্রার্থী সাদিক খানের এমন কীর্তি  অর্জনের নজির নেই অন্য কারও।

অন্য দুইবারের তুলনায় এবার সাদিক খানের জয়ের ব্যবধানও ছিল বড়। ৪৩.৭ শতাংশ ভোট পেয়ে জিতেছেন তিনি।তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সোসান হল পেয়েছেন ৩২.৬ শতাংশ ভোট।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহরের প্রায় ৬২ লাখ ভোটার। আগামী ৪ বছরের জন্য তারা নগরপিতা নির্ধারণ করতে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টায় ভোট গ্রহণ শেষ হলেও গণনা শুরু হয় গতকাল থেকে।

আজ ১৪ টি এলাকার ফলাফল ঘোষণা করা হয়েছে। যার ৯টিতে জিতেছেন সাদিক খান।

প্রকাশিত ফলাফলে দেখা যায় সাদিক খান এখন পর্যন্ত এগিয়ে আছেন ২,৭৬,৪২৮ ভোটের ব্যবধানে।ফলে সাদিক খানের জয়  সুনিশ্চিত বলছে বিবিসি।এবারের নির্বাচনে ৪০.৫ শতাংশ ভোট পড়েছে।টানা তৃতীয়বার এই পাকিস্তান বংশগত রাজনীতিবিদের নির্বাচিত হওয়াকে ঐতিহাসিক বলছে আরেক ব্রিটিশ পত্রিকা দ্যা গার্ডিয়ান।

২০১৬ সালে লেবার পার্টি থেকে প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হন সাদিক খান। পরে ২০২১ সালে দ্বিতীয়বার নির্বাচিত হন তিনি।

error: