ব্রিটেনে কাগজপত্রহীন অভিবাসীরাও করোনার ভ্যাকসিন পাবেন

টেমস সুরমা ডেক্স: ব্রিটিশ নাগরিকদের পাশাপাশি ব্রিটেনে অবস্হানরত কাগজপত্রহীন অভিবাসীরাও করোনার ভ্যাকসিন পাবেন বলে জানা গেছে।ব্রিটিশ সরকার সবার মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে করোনা টেষ্ট এর ক্ষেত্রেও এ ধরণের সিদ্ধান্ত নিয়েছিল সরকার।বৈধ্য কাগজপত্রহীন অভিবাসীদের করোনার ভ্যাকসিন নিতে জিপিতে রেজিষ্টার হতে আহবান করা হয়েছে এবং এতে গুনতে হবে না কোন ফ্রি।

অপরদিকে এনএইচএস জানিয়েছে,ভ্যাকসিন নিতে ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে কাউওকে জিজ্ঞাস করা হয় না।শুধুমাত্র প্রাথমিক তথ্য নিয়েই সেবা প্রদান করা হয়।যেভাবে করা হয়েছিল করোনা টেষ্ট এর সময়।

এবং তাদের পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয়েছে যে এ সকল তথ্য তারা পুলিশ কিংবা হোম অফিসে শেয়ার করেন না।

কাগজপত্রহীন অভিবাসীদের মধ্যে যারা জিপির সাথে রেজিষ্টার নন তাদেরকেও খোঁজে বের করে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করা হবে বলে সরকার জানিয়েছে।

উল্লেখ্য,২০১৭ সালের পিউ রিসার্চের এক জরিপে ব্রিটেনে প্রায় ১ দশমিক ২ মিলিয়ন কাগজপত্রহীন অভিবাসী বসবাস করছেন বলে ধারণা পাওয়া যায়।তবে সঠিক সংখ্যা জানা যায়নি।

error: