ইউরোপে পাওয়া গেল করোনার নতুন ভারিয়্যান্ট বি.১.১.৫২৯

টেমসসুরমাডেস্ক: এবার ইউরোপে শনাক্ত হলো কোভিডের বতসোয়ানা ভ্যারিয়েন্ট। এ ধরণে দক্ষিন আফ্রিকায় বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। শুক্রবার প্রথম ইউরোপীয় রাষ্ট্র হিসাবে বেলজিয়ামে বি.১.১.৫২৯ নামের এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এটিই এখন পর্যন্ত কোভিডের সবথেকে ভয়াবহ ভ্যারিয়েন্ট, যা মানবদেহের প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। ফলে ভ্যাকসিনও এর বিরুদ্ধে কাজ করবে কিনা সেই আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া বতসোয়ানা, হংকং ও ইসরাইলেও এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

বেলজিয়ামে শুক্রবার দু’জনের মধ্যে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। দেশটির শীর্ষ ভাইরাস বিশেষজ্ঞ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এরইমধ্যে এই ভ্যারিয়েন্ট পুরো ইউরোপেই ছড়িয়ে পড়েছে বলে তিনি ধারণা করছেন।

error: