এখন থেকে রমজানের শেষ বুধবার আরএফসি ডে ঘোষনা

টেমসসুরমানিউজ: এ বছর রমজান থেকে শুরু হচ্ছে চ্যানেল এস ‘আরএফসি ডে’ অর্থাৎ রামাদান ফ্যামিলি কমিটমেন্ট ফান্ডরেজিং ডে। এখন থেকে প্রতি বছর রমজানের শেষ সপ্তাহের বুধবার পালিত হবেআরএফসি ফান্ডরেজিং ডে।গত মঙ্গলবার পুর্ব লন্ডনের ব্রিকলেনের এক রেষ্টুরেন্টে সাংবাদিক সম্মেলনে ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন আরএফসি এমবেসেডর ব্যবসায়ীরা।তারা জানান,পুরো ব্রিটেন জুড়ে একই দিন ব্যবসা প্রতিষ্টান থেকে শুরু করে কমিউনিটি সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্টান আরএফসি জন্য ডোনেশন কালেকশন করবে যা এর সাথে যুক্ত ২৬টি চ্যারেটি সংগঠনে বন্টন করে দেয়া হবে।তারা আরে জানান, বছরে একটি নির্দিষ্ট দিনের রকম দানে উপকৃত হবে মানবতার কাজে নিয়োজিত এসব চ্যারেটি সংগঠনগুলো।সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন জনপ্রিয় উপস্হাপক ফারহান মাসুদ খান। সময় বক্তব্য রাখেন, আরএফসি এমবেসেডর সাদেক আলী শিপু, ব্রিকলেন বিজনেস এসোসিয়েশন এর প্রেসিডেন্ট গুলজার খান,ব্যবসায়ী আতিক চৌধরী,জিএসসি চ্যায়ারম্যান ব্যারিষ্টার আতাউর রহমান, সেলিব্রিটি শেফ আতিক রহমানসহ প্রমূখ।

error: