বৃটেনের লাল তালিকায় থাকা সব দেশ বাদ: বুধবার থেকে কার্যকর

টেমসসুরমানিউজডেক্স : বৃটেন ভ্রমণ বিষয়ক লাল তালিকায় থাকা ১১ দেশের সবগুলোকেই বাদ দিতে যাচ্ছে বুধবার থেকে। কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধীর করতে এই পদ্ধতি কার্যকরী না হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। আজ মংগলবার বৃটিশ পার্লামেন্টে দেয়া এক বক্তব্য এসব বলেন তিনি।

হাউজ অব কমন্সে দেয়া বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশটির স্থানীয় সময় বুধবার ভোর ৪টার পর থেকে কোনো দেশই আর বৃটেনের লাল তালিকায় থাকছে না। এর ফলে এসব দেশ থেকে আসা যাত্রীদের কারো আর বাধ্যতামূলকভাবে সরকার অনুমোদিত কোয়ারেন্টিন হোটেলে দুই সপ্তাহের জন্য আইসোলেশনে থাকতে হবে না। এতদিন এই প্রক্রিয়ার জন্য একেকজনকে ২ হাজার ২৮৫ পাউন্ড খরচ করতে হতো।

সাজিদ জাভিদ আরো বলেন, বৃটেনে প্রবেশের পর সকল যাত্রীর জন্য যে অস্থায়ী পরীক্ষা ব্যবস্থা আছে তা আপাতত চালু থাকবে। তবে বর্তমানে কোয়ারেন্টিনে থাকা মানুষের ভাগ্যে কী হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এ নিয়ে জরুরিভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া চলছে।

এতদিন এরকম পরিস্থিতিতে সবাইকে কোয়ারেন্টিনের মেয়াদ সম্পূর্ণ করার নিয়ম ছিল। তবে এবার আর এটি চান না সাজিদ জাভিদ।

error: