মেয়র রাবেল’র সাময়িক বরখাস্ত স্হগিত

টেমসসুরমানিউজডেক্স: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলকে সাময়িক বরখাস্ত করে দেওয়া স্থানীয় সরকার বিভাগের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে মেয়র পদ ফিরে পেলেন রাবেল।

মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

রাবেল আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে দুই দফায় বিজয়ী হন মেয়র পদে।

আইনজীবী ব্যারিস্টার মোর্শেদ কামাল টিপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, রিট আবেদনের শুনানি শেষে আমিনুল ইসলাম রাবেলের বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার চৌধুরী মোর্শেদ কামাল টিপু। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট খান উজ্জ্বল ও অ্যাডভোকেট শাহ নাবিলা কাশফি।

এর আগে গত ৬ ডিসেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় সাময়িক বরখাস্ত হন সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এ আদেশের বিরুদ্ধে মেয়র আমিনুল ইসলাম রাবেল হাইকোর্টে রিট করেন।

error: