মারিউপল’র মানুষ ধরে নিয়ে যাচ্ছে রাশিয়া: ইউক্রেন

মস্কো ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত বন্দর শহর মারিউপল থেকে হাজার হাজার বেসামরিক নাগরিকদের জোরপূর্বক ধরে ধরে রাশিয়ায় নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। 

দেশটি বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে এ অভিযোগ করে বলেছে, রাশিয়া এমনটা করছে যাতে কিয়েভকে হাল ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়ার জন্য আটক নাগরিকদের “জিম্মি” হিসেবে ব্যবহার করা যেতে পারে। 

শিকাগো ট্রিবিউনের এক প্রতিবেদনে আরো বলা হয়ঃ 

ইতিমধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলার এক মাস হয়ে গেছে। উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে যা ধ্বংসাত্মক যুদ্ধে পরিণত হয়েছে। ইউক্রেনের নৌবাহিনী বলেছে যে, তারা দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বারডিয়ানস্কের কাছে একটি বড় জাহাজ ডুবিয়ে দিয়েছে যেটি রাশিয়ান বাহিনীকে সাঁজোয়া যান সরবরাহ করতে ব্যবহার করা হচ্ছিল। ওদিকে, প্রচণ্ড লড়াইয়ের পর রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ইজিয়াম দখল করেছে বলে দাবি করেছে।।

error: