যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসায় অনুমোদন পেল ফাইজার ঔষুধ

টেমসসুরমাডেক্স: করোনা চিকিৎসায় ফাইজারের মুখে খাওয়ার ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি প্রথম কোন অ্যান্টিভাইরাল ওষুধ যা কিনা অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। এটা ক্লিনিক্যাল পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ কার্যকরী বলে প্রমাণ পাওয়া যায়।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১২ বছরের উপরে করোনা আক্রান্তরা সেবন করতে পারবে অ্যান্টিভাইরাল প্যাক্সলোভিড ট্যাবলেট। এমন সময় ওষুধের অনুমোদন দেয়া হলো যখন ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে দেশটিতে সংক্রমণ ঊর্ধ্বমুখী। ফাইজারের সাথে ১ কোটি কোর্স ওষুধের জন্য চুক্তি করেছে মার্কিন সরকার। প্রতি কোর্সের দাম ধরা হয়েছে ৫৩০ ডলার। ২০২২ সালের মধ্যে প্যাক্সলোভিডের ১২ কোটি পিল উৎপাদনের লক্ষ্য ফাইজারের।

প্রতিষ্ঠানটির ক্লিনিক্যাল পরীক্ষার ফলাফলে দেখা যায়, গুরুতর অবস্থা বা হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা ঠেকাতে ৯০ শতাংশ কার্যকর এই ওষুধ। সাম্প্রতিক গবেষণায় ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকারিতার প্রমাণ মিলেছে।

এ ওষুধ দিনে দুইবার তিনটি করে মোট ৫ দিন খেতে হবে। সে হিসেবে একজন রোগীকে ডোজ পূর্ণ করতে মোট ৩০টি ওষুধ খেতে হবে।

error: