টেসকোর রিটেইল ব্যাংকিং শাখা মালিক এখন বার্কলেস

টেসকো ব্যাংকের রিটেইল ব্যাংকিং কার্যক্রম ৬০ কোটি পাউন্ডে কিনতে ঐকমত্যে পৌঁছেছে যুক্তরাজ্যের
বহুজাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বার্কলেস।

চুক্তির অংশ হিসেবে ব্যাংকিং জায়ান্ট টেসকোর
ক্রেডিটকার্ড, ঋণ ও সঞ্চয়ী অ্যাকাউন্ট পরিষেবা কিনে নিয়েছে বার্কলেস।এর মাধ্যমে টেসকোর ব্র্যান্ডেড ব্যাংকিং পরিষেবা বাজারজাত করার অধিকার অর্জন করবে বার্কলেস।

টেসকোর প্রতিদ্বন্দ্বী সুপার মার্কেট জায়ান্ট সেইন্সবারি গত মাসে খাদ্য ব্যবসায় মনোনিবেশ করার উদ্দেশ্যে ব্যাংকিং বিভাগ গুটিয়ে নেয়ার পরিকল্পনা সামনে আনে।এরপর একই ধরনের পদক্ষেপ দেখা গেল টেসকোর ক্ষেত্রে।

প্রাথমিক ৬০ কোটি পাউন্ড ছাড়াও চুক্তির অন্যান্য অংশ সম্পন্ন হলে আরো ৪০ কোটি পাউন্ড পর্যন্ত পেতে পারে টেসকো।তখন সব মিলিয়ে চুক্তির মূল্য দাঁড়াবে ১০০ কোটি পাউন্ড।

চুক্তির অংশ হিসেবে টেসকো থেকে প্রায় ২ হাজার
৮০০ ব্যাংকিং কর্মী বার্কলেসে স্থানান্তর করা হবে।তবে বর্তমানে টেসকো ব্যাংকের গ্রাহকরা যেসব
পরিষেবা ব্যবহার করছেন তাদের এ পরিবর্তনের
সাপেক্ষে কোনো পদক্ষেপ নেয়ার প্রয়োজন নেই।সামনের মাসগুলোয় রূপান্তর প্রক্রিয়া সম্পর্কে
বিস্তারিত জানাতে টেসকো কর্তৃপক্ষই গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করবে।

বার্কলেসের কাছে ব্যাংকিং কার্যক্রম হস্তান্তর করলেও বীমা,এটিএম ও গিফট কার্ডের মতো নির্দিষ্ট কিছু
পরিষেবা নিজেদের কাছে রাখবে টেসকো।

বার্কলেস এ সময়ের মধ্যে টেসকো ব্র্যান্ডের অধীনে ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ ও আমানত গ্রহণ বা বিতরণের সুযোগ পাবে।

এ চুক্তির প্রতি আস্থা প্রকাশ করেছেন টেসকোর সিইও কেন মারফি।তিনি বলেন,’টেসকোর আর্থিক অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি মূল খুচরা ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে এ চুক্তি।’ গত আগস্টে ২৫ কোটি পাউন্ডের স্পেশাল লভ্যাংশ ঘোষণা করে টেসকো সুপারমার্কেট।সে লভ্যাংশেও শেয়ারহোল্ডারের হিস্যা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

error: