সম্মান-সমমর্যাদায় মানুষের সেবার করব: রাজা তৃতীয় চার্লস

টেমসসুরমানিউজডেক্স:ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নতুন রাজা তৃতীয় চার্লস জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ দিয়েছেন। এতে তিনি সম্মান, সমমর্যাদা ও ভালোবাসার মাধ্যমেব্রিটেন ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর মানুষের সেবা করার অঙ্গীকার করেছেন।

রাজা চার্লস বলেন, ‘রানি দ্বিতীয় এলিজাবেথ দারুণ একটা জীবন পার করেছেন। তিনি সবসময় লক্ষ্যে অবিচল ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর মর্মাহত।’

তিনিবলেন, ‘বুকে অনেক কষ্ট নিয়ে আজ আপনাদের সামনেকথা বলছি। পুরো রাজপরিবারের পক্ষ থেকে আমি গভীর শোকানুভূতি নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। আমার মা যে অঙ্গীকারেরমধ্য দিয়ে তার রাজত্বের সূচনা করেছিলেন, আমিও নতুন করে সেই একই অঙ্গীকার করছি।’

রাজাতৃতীয় চার্লস বলেন, ‘আমি সম্মান, মর্যাদা ও ভালোবাসার সঙ্গেব্রিটেন ও কমনওয়েলথের জনগণেরসেবা করে যাবো। এটা আমার অঙ্গীকার।

তিনিআরও বলেন, ‘সারাটা জীবন ধরেই মহামান্য রানি… আমার প্রিয় মা…আমার এবং পুরো পরিবারের জন্য অনুপ্রেরণা ও উদাহরণ। আমরাতার কাছে আন্তরিক ঋণী। ভালোবাসা, স্নেহ, বোঝাপড়া ও পথ-নির্দেশনারজন্য যে কোনো পরিবারতাদের মায়ের কাছে ঋণী হতে পারে।’

রাজাতৃতীয় চার্লস বলেন, ‘কেপটাউন থেকে ১৯৪৭ সালে ২১তম জন্মদিনে কমনওয়েলথের একটি সম্প্রচারে মা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তার জীবন নিজের জনগণের সেবায় কাটিয়ে দেবেন। এটি প্রতিশ্রুতির চেয়েও বেশি কিছু ছিল, এটি একটি গভীর ব্যক্তিগত প্রতিশ্রুতি যা তার পুরোজীবনকে সংজ্ঞায়িত করেছিল।’

১৯৪৭সাল রানির করা প্রতিশ্রুতি তার পুরো জীবনকে সংজ্ঞায়িত করেছিল বলে জানান রাজা চার্লস। তিনি বলেন, ‘গোটা পরিবার আজ শোকাচ্ছন্ন। যুক্তরাজ্যেরঅনেক মানুষের সঙ্গে আমরা তা ভাগাভাগি করেছি।৭০ বছরেরও বেশি সময় ধরে রানি হিসেবে আমার মা বহু জাতিরমানুষের সেবা করেছেন।’

বাকিংহ্যামপ্যালেস থেকে ব্রিটিশ জাতি ও কমনওয়েলথভুক্ত দেশগুলোরউদ্দেশে তিনি এ ভাষণ দেন।ভাষণটি বাংলাদেশ সময় শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতসাড়ে ১১টায় তার এ ভাষণটি সরাসরিটিভিতে সম্প্রচারা করা হয়।

লন্ডনেরসেন্ট পলস ক্যাথেড্রাল গির্জায় প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য প্রার্থনা ও শ্রদ্ধা জানানোরঅনুষ্ঠানেরও অংশ ছিল এই ভাষণ। এগির্জার দুই হাজার আসন সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার বয়স হয়েছিল ৯৬ বছর। লন্ডনেরস্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর তার মৃত্যুরখবর নিশ্চিত করে বিবৃতি দেয় বাকিংহাম প্যালেস।

ব্রিটেনেরইতিহাসে সবচেয়ে বেশি সময় ৭০ বছর সিংহাসনেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহনের ৭০ বছর উদযাপনকরা হয়েছিল।

error: